
সোহানুল হক পারভেজ ,রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে উৎসবমুখর পরিবেশে একদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তানোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তানোর উদয়ন সংঘের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী উত্তেজনাপূর্ণ খেলার মাধ্যমে শেষ পর্যন্ত চূড়ান্ত ম্যাচে চকপাড়া ফুটবল ক্লাব (CFC) চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এবং চকপাড়া যুব সংঘ রানার্সআপ হয়। খেলার মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। চারপাশে সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ, যেখানে খেলাধুলার প্রতি তানোরবাসীর ভালোবাসা প্রতিফলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলার আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শাহিন সরকার রঞ্জু । এছাড়া মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—এমদাদুল হক, শমসের, সরকার শামিম, চৌধুরী হোসেন, রতন, মিঠু সরকার প্রমুখ। প্রধান অতিথি মিজানুর রহমান মিজান তার বক্তব্যে বলেন—“তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। খেলাপ্রেমী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতা তানোরে একটি স্মরণীয় দিন হিসেবে থেকে যাবে।