প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

দেওয়ানগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামায়াতে ইসলামীতে যোগদান

 মোঃ শামীম মিয়া ,স্টাফ রিপোর্টার : ২৯ আগস্ট শুক্রবার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আল আমিন মাষ্টার সহ কয়েকজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। দেওয়ানগঞ্জ দিগলকান্দি বিএম কলেজে এক অনুষ্ঠানে এই যোগদান অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় ফরম পুরণ করে ফুলের মালা দিয়ে তাদেরকে বরন করে নেন দেওয়ানগঞ্জ উপজেলার সংগ্রামী আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসমাইল হোসেন , পৌরসভার আমীর হাফেজ আতিকুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা আমীর মাহবুবুর রহমান বলেন যে কেউ জামায়াতের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগ দিতে পারেন, আল্লাহ যেন আল আমিন মাস্টারকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপর অটল থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আজীবন টিকে রাখেন। মহান আল্লাহর নিকট এই কামনা করছি। আল আমিন মাস্টার বলেন, জামায়াতে ইসলামীর শৃংখলা, আদর্শ ও বিভিন্ন কর্মকান্ড আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি জামায়াতে ইসলামীর সদস্য ফরম পুরণ করে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছি

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন