প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বাংলা ট্যালেন্ট টিভির সৌজন্যে ২০২৫ সালের এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

আনোয়ার হোসেন ,স্টাফ রিপোর্টার: ২৮ আগস্ট ২০২৫ ইং বৃহস্পতিবার বাংলা ট্যালেন্ট টিভি শিক্ষা বিভাগের সৌজন্যে মির্জাপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঊয়াশী পাইকপাড়া এম ইয়াছিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত ছয়জন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় ।। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার সমাজসেবক বাংলা ট্যালেন্ট টিভির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কাজী মহিদুল ইসলাম মুহিদ ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুস সালাম খান। ,বেগম আনোয়ারা গার্লস কলেজের অধ্যক্ষ এটিএম জহির রায়হান ,ঊয়াশী অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আলী হোসেন , বিশিষ্ট সমাজ সেবক দলিল লেখক মোঃ সহিদুল ইসলাম রনি , মোহাম্মদ নাজির হোসেন খান (লিটন), প্রতিষ্ঠাতা কিশলয় বিদ্যাপীঠ আমবাগান, সাভার ঢাকা । বাংলাদেশ রিপোর্টাস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও দৈনিক জাতীয় অর্থনীতির পত্রিকার মির্জাপুর প্রতিনিধি ,নাজিয়া নুসরাত মৌ ।,উয়াশী পাইকপাড়া এম ইয়াসিন এন্ড ইউনুস উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক সদস্য, ছাত্র-ছাত্রী এবং এ বছর জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন । উপস্থিত সকল বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । বাংলা ট্যালেন্ট টিভির কর্ণধার সাংবাদিক সাঈদ আল মামুন বলেন আমরা প্রতিবছর বাংলা চ্যানেল টিভি শিক্ষা বিভাগের সৌজন্যে এরকম আয়োজন করে থাকি । তবে এ বছর এসএসসিতে ভালো ফলাফল করার জন্য এই স্কুলের ছয় জন কৃতি শিক্ষার্থীকে আমরা এই সম্মাননা স্মারক প্রদান করতে পেরে বাংলা ট্যালেন্ট টিভির পক্ষ থেকে আমরা গর্ববোধ করি । আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা পেলে বাংলা টেলেন্ট টিভি একদিন তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি । এজন্য আপনাদের সহযোগিতা ও ভালোবাসা উৎসাহ আমাদের একান্ত কাম্য । আমাদের মানবিক কাজগুলো অব্যাহত রাখার জন্য সবাই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন। পরে অনুষ্ঠান শেষে মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় । বিখ্যাত কণ্ঠশিল্পীগন ও স্কুলের ছাত্রছাত্রীরা গান পরিবেশন করেন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন