প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সাহের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সার্চ কমিটির আয়োজনে “নতুন বাংলাদেশে বোয়ালীর ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস।
এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইংয়ের নেতা সম্রাট শেখ এবং যুবশক্তির নেতা ওবায়দুল আবেদীন উল্লাস।

বক্তারা বলেন, দেশের নতুন প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে এবং উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে। সভায় স্থানীয় জনগণের নানা সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় নিয়েও আলোচনা হয়।

বক্তারা আরও জানান, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায় থেকে দলকে শক্তিশালী করাই এই মতবিনিময় সভার মূল লক্ষ্য।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন