
মোঃ আফতাবুল আলম ,রাজশাহী: রাজশাহী মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বসন্ত কেদার ( বিদিরপুর) বাজারে রাজশাহী পদ্মাপ্রেস ক্লাব (শাখা অফিস) ও সততা দলিল লেখক ঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী পদ্মাপ্রেস ক্লাবের সভাপতি এহেসান হাবিব তারা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃআফতাবুল আলম,দলিল লেখক ও সাংবাদিক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে-আলম সিদ্দিকী মুকুল,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিলন,মোহনপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়াড বিএনপির সভাপতি মোঃইউসুফ আলী, ৯নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক ছৈমুদ্দিন,মোঃআমিনুল মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক ৪নং মৌগাছি ইউনিয়ন বিএনপি,সাংবাদিক মোঃমোজাহার আলী,মোঃআবু হানিফ চৌধুরী,মোঃফজলু, মোঃ হালিম,মোঃ জুয়েল,মোঃআনোয়ার,মোঃলেলিন,সাংবাদিক মোঃসজিব,মোঃএসারুল হক,সভাপতি দারুসুন্নাত দাখিল মাদ্রাসা, আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি গন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটির দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বসন্ত কেদার বাজার জামে মসজিদের সাবেক মোয়াজ্জেম মোঃ আসাদুল ইসলাম। অনুষ্ঠান টি তার দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।