প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

দেশপ্রেমহীন মানসিকতার প্রবনতা বৃদ্ধি: রহমত

প্রতিটা নাগরিকের ভোট একটা আমানত আর আমরা মুসলমান ঘরের সন্তান হয়েও সেই আমানত সীমিত কয় টাকার লোভে বিক্রি করে দিচ্ছি তাও বিকৃত মানসিকতার ভন্ড জনপ্রতিনিধির কাছে।

নড়াইল-০২ আসন ভুক্ত ইউনিয়ন গুলির মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন ০৮নং দিঘলিয়া ইউনিয়ন। এই ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। ০৮নং দিঘলিয়া ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে সরকার অনেক কিছুই বরাদ্দ দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যাকে বিচারের আসনে বসায় সেই মানসিক ও দেশপ্রেমহীন বুদ্ধি প্রতিবন্ধী। যার কারণে ০৮নং দিঘলিয়া ইউনিয়নের মানুষের ভাগ্যে উন্নয়নের ছোঁয়া পৌছাইনি।

দেশে পাগলের ভোটার অধিকার নাই কিন্তু দুর্নীতিবাজ, কালোবাজি, সিন্ডিকেট ব্যাবসায়ি, দেশদ্রোহীদের ভোটার অধিকার রয়েছে। আমাদের ব্যার্থতার জন্য আজ দেশে বিকৃত মানসিকতার মানুষেরা ক্ষমতাশালী জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।

নড়াইলের ০৮নং দিঘলিয়া ইউনিয়নের স্থানীয় নাগরিকদের চোখের সামনে অনিয়ম স্বজনপ্রীতি দুর্নীতি প্রতারণা করা হলেও সবাই নিরব দর্শকের ভুমিকা পালন করে যাচ্ছেন। আমরা ভুলে গেছি প্রতিবাদনকরা আমরা ভুলে গেছি অপরাধ করা আর অপরাধীর বিরুদ্ধে কথা না বলে মুখ বন্ধ করার কারণে সহযোগিতা করা সমান অপরাধী।

দেশে আইনের শাসন নেই তবে আল্লাহ বিচার একদিন হবেই কোনো অপরাধীর ছাড় হবে না। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না।

সুখি সমৃদ্ধ ডিজিটাল ০৮নং দিঘলিয়া ইউনিয়ন গড়ার পথে আমরা নিজেরাই বড় বাধা। নিজের ভোট নিজে দেবো যাকে খুসি তাকে দেবো কিন্তু আমরা টাকার বিনিময়ে যাকে খুসি তাকে দিচ্ছি। বুদ্ধি প্রতিবন্ধী মানুষের কাছে ভোট বিক্রি করে ৫ বছরের জন্য জিম্মি হয়ে যাই।

এবিষয়ে তরুন সমাজসেবক ও সাংবাদিক রহমত -ই- খোদা বলেন, অনিয়ম দুর্নীতি গ্রস্ত সমাজ পরিবর্তনে সকলকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জোর গলায় বলতে হবে ভোট বিক্রি করবো না, কারো অধিনে জিম্মি আর হবো না। অনিয়ম স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন