
মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও সৃষ্টিবৈকালিং কোচিং সেন্টারের পরিচালক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু। উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, কবি লেখক সাংবাদিক ও সাধারণ সম্পাদক এ্যাডকিউ কিশোরগঞ্জ মাহফুজুর রহমান মন্ডল।সাহিত্য শিক্ষা পরিষদের সভাপতি আজহারুল ইসলাম আল আজাদসহ অন্যান্যরা অংশ নেন।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী লিয়াকত হোসেন, কবি আজহা রুল ইসলাম আল আজাদ, আব্দুল মান্নান, আব্দুল আলীম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবির সৃষ্টিকর্ম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে তা জীবন ব্যবস্থায় প্রতিফলিত করতে হবে। নজরুলকে নিয়ে যতটা গবেষণা হওয়া উচিত ছিল, তা এখনো হয়নি। গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমেও কবি নজরুলের বিভিন্ন বিষয় বিশেষ করে যেগুলো নিয়ে এখবো গবেষণা করা হয়নি। সেগুলো নিয়ে গবেষণা করে আমাদের জ্ঞানভান্ডারে যোগ করতে হবে।
অনুষ্ঠান শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।