প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লায় ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদের ইমাম শফিকুল ইসলামকে এক অনন্য ও স্মরণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে খেদমতে নিয়োজিত থেকে তিনি অবসর গ্রহণ করেন।

মসজিদ পরিচালনা কমিটি তাঁর এই দীর্ঘ ধর্মীয় সেবার স্বীকৃতি স্বরূপ সম্মানজনক বিদায়ের আয়োজন করে। বিদায়ের দিন তাঁকে ঘোড়ার গাড়িতে রাজকীয় শোভাযাত্রার মাধ্যমে সম্মান জানানো হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার, ফুল ও দোয়া-মাহফিলের মাধ্যমে প্রিয় ইমামকে আবেগঘন বিদায় দেন।

এ সময় মসজিদ কমিটি ইমাম শফিকুল ইসলামকে ২০ লক্ষ টাকা পেনশন প্রদান করেন, যা ইমাম সমাজের জন্য এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইমামদের এভাবেই সম্মান জানানো উচিত। তাঁদের জীবনের অবদান সমাজ ও ধর্মের জন্য অপরিসীম।”

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এই বিদায় অনুষ্ঠানকে ইমামদের প্রকৃত মর্যাদা ও সম্মানের প্রতিফলন বলে মন্তব্য করেন। তাঁরা আরও জানান, শফিকুল ইসলামের জীবনধারা, ধর্মীয় শিক্ষা ও নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

মাশাআল্লাহ, এভাবেই ইমামদের প্রাপ্য সম্মান জানানো উচিত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন