প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লাকসামে সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে অটোরিকশা চালকদের সাথে আলোচনা সভা

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

দেশব্যাপী সড়ক দুর্ঘটনা ও যানজট আজ জাতীয় সংকটে রূপ নিয়েছে। জনজীবনের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে অসচেতনতা, অনিয়ম এবং দায়িত্বহীনতার কারণে। এ প্রেক্ষাপটে লাকসামে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে অটোরিকশা চালকদের সচেতন করতে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৬আগস্ট সকালে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লাকসাম ফেয়ার হেল্থ হসপিটালের ভাইস চেয়ারম্যান মীর মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুপুর যুব নারী কল্যাণ সমিতির সভাপতি নাজমুন্নাহার নুপুর।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি তাহমিনা মাহবুব শিউলি, পিএপজি এম্বাসেডর মোঃ সিরাজুল হক, নাজনীন আক্তার নিপা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই ঝন্টু চন্দ্র দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পিএফজি কো-অর্ডিনেটর জাফর আহমেদ, স্টুডেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শাওন, মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিনিধি মাহাবুব দিদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিহাব, টিআইএস আশিক মজুমদার মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচকরা তাদের বক্তব্যে স্পষ্ট করে বলেন—দুর্নীতি, অনিয়ম এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকায় সড়ক আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অটোরিকশা চালকদের মধ্যে শৃঙ্খলার অভাব, অনুমোদনহীন যানবাহনের দৌরাত্ম্য, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং সড়ক দখল করে গাড়ি দাঁড় করানো—এসব কারণেই দুর্ঘটনা ও যানজট বাড়ছে। বক্তারা এ পরিস্থিতিকে অবহেলা না করে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তারা আরো বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক এবং জনগণকে একসাথে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নিয়ন্ত্রণই পারে সড়কে শৃঙ্খলা ফেরাতে।

অনুষ্ঠান শেষে ফেয়ার হেল্থ হসপিটালের পক্ষ থেকে উপস্থিত অটোরিকশা চালকদের হাতে একটি করে গোলাপ ফুল, খাবার ও উপহার সামগ্রী প্রদান করা হয়, যা প্রতীকীভাবে চালকদের প্রতি দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন