
সুলতান কবির :
সারা দেশের ন্যায় প্রবাসী কল্যাণ ব্যাংক টাঙ্গাইল শাখা বিদেশগামী বেকার তরুনদের বিদেশ যাত্রায় সহজ শর্তে লোনের দেয়ার মাধ্যমে অগ্রনী ভূমিকা পালন করে আসছে ।
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিন লক্ষ টাকার লোনের চেক পাওয়া টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নবী নেওয়াজ জানায়, তার অনেক স্বপ্ন ছিল বিদেশে গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার, কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারনে সে বিদেশ যেতে পারেনি। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের স্বরনাপন্ন হয় নবী নেওয়াজ সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে মাত্র ৭-৮ দিনের মধ্যেই সে ৩ লক্ষ টাকা লোন দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃপক্ষ। চেক হাতে পেয়ে নবী নেওয়াজ তার দীর্ঘদিনের
স্বপ্ন পূরনে প্রবাসী কল্যাণ ব্যাংকের কমকর্তা, কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
সত্যি আমি খুব খুশি হয়েছি ,আমি অনেক বড় বিপদ ও শঙ্কায় ছিলাম, তবে সেই মুহুর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক আমাকে ৩ লক্ষ টাকা লোন না দিলে আমার বিদেশে যাওয়ার স্বপ্ন পূরনে হতো না। নবী নেওয়াজ এর মতো আরো বিদেশগামী বেকার তরুনদের লোন দিয়ে তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক টাঙ্গাইল শাখার কর্মকর্তারা।
প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ যেতে ইচ্ছুক, প্রার্থীদের ঋণ প্রাপ্তি প্রসঙ্গে টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক (এসপিও) প্রণব পাল এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান , আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক এক লক্ষ টাকায় প্রতি বছরে ৮% সরল সুদে ঋণ দিয়ে থাকে, যা পরিশোধ করা একজন প্রবাসীদের কাছে সহজ বিষয়। ঋণ দেওয়ার সময় আবেদনকারীর ৭-৮ কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা ঋণ দিয়ে থাকি। ঋণ দেয়া প্রসঙ্গে ব্যবস্থাপক প্রণব পাল আরও জানান, সমাজে একটি গুজব রয়েছে ব্যাংক থেকে ঋণ নিতে ঘুষ দিতে হয়,
আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে আগত ঋণ নেওয়ার প্রসঙ্গে আবেদনকারীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে একটি টাকাও কোন দালালকে দিতে হয় না,
যদি কোনো দালাল টাকা চায় তাহলে সরাসরি ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।