প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

ডিবি পুলিশের অভিযানে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির মূলহোতা’সহ ৭ ডাকাত গ্রেফতার

সুলতান কবির :

টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকার অমল বণিকের বাড়িতে ডাকাতির ঘটনায় মূলহোতা’সহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার ২৭ আগস্ট দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন’সহ আদালতে পাঠানো হয়। গ্রেফতাররকৃতরা হলো- মো. সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, ১৮ আগস্ট ভোর রাতে চকপাকুটিয়ার অমল বণিকের বসতবাড়িতে অজ্ঞাতনামা ১০–১২ জন দেশিয় অস্ত্রসজ্জিত ডাকাত প্রবেশ করে। তারা অমল বণিকের মা কৃষ্ণা রাণীকে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল ফোন’সহ ৬ লাখ টাকার মালামাল লুট করে। দেশের বিভিন্ন স্থান থেকে অন্যান্যদের গ্রেপ্তার করা হয় এবং লুটপাটকৃত স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অভিযানকালে একটি মোবাইল, ৫ রতি স্বর্ণ ও ৩৪ ভরি রূপা উদ্ধার করা হয়েছে।

সুলতান কবির
টাঙ্গাইল
আপডেটঃ ২৭ আগষ্ট ২০২৫ ইং বুধবার ।
০১৭৪২১২১৮১৯

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন