প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা এলাকার বরমতাইড় মাঝিপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় রেনু বালা ওরফে ইন্দু বালা (৭০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেনু বালা ওই সময় সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সরু ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল জানান, ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
প্রসঙ্গত, ঐ এলাকার পাশেই পানি উন্নয়ন বোর্ডের ব্লক বানানোর একটি কাজে পাথর নিয়ে যাচ্ছিল ট্রাক্টরটি। এসময় দুর্ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন