প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে তালা কেটে খামার থেকে গরু-মহিষ চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে একটি খামারের তালা কেটে খামার থেকে একটি গরু ও দু’টি মহিষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কালীগ্রাম কয়াপাড়া চান্দারপুকুর গ্রামের খুবসুরত আলীর খামার থেকে এই চুরির ঘটনা ঘটে।

চোরেরা ওই খামার থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের দু’টি মহিষ এবং এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় খামারের মালিক খুবসুরত আলীর পক্ষ থেকে রাণীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

খুবসুরত আলীর স্ত্রী মাবিয়া বিবি জানান, উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ মহাসড়কের পাশে চান্দারপুকুর এলাকায় তাদের বাসা। বাসার সাথে লাগানো একটি খামার রয়েছে। খামারে ৩টি মহিষ ও একটি গরুসহ বেশকিছু ভেড়া ছিল। সোমবার রাতে খামারে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে জেগে জানালা দিয়ে দেখতে পান খামারের দরজা খোলা। এ সময় বাসার মেইন দরজা খুলতে গিয়ে দেখতে পান বাহির থেকে শিকল লাগানো। পরে পেছনের দরজা খুলে বাহিরে বের হয়ে দেখেন চোরেরা তিনটি মহিষের মধ্যে দু’টি মহিষ ও একটি গরু চুরি করে নিয়ে গেছে। মহিষ দু’টির মূল্য প্রায় তিন লাখ টাকা এবং গরুর মূল্য এক লাখ টাকা। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন