প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডাক্তার সেজে প্রতারণা, দালাল গ্রেফতার:

মাটি মামুন রংপুর :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা এক লাশের পরিবারের কাছ থেকে ডাক্তার পরিচয়ে টাকা নেওয়ার সময় মেহেদী হাসান (৩৮) নামে একজন দালালকে আটক করে পুলিশে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সোমবার (২৫ আগস্ট)
২০২৫ ইং বিকেলে মেহেদী হাসান কে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ কে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আটককৃত মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির মৃত আবুফর আলীর ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি জমি সংক্রান্ত মারামারিতে নিহত হন। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
এ সময় মেহেদী হাসান নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার অজুহাতে নিহতের পরিবারের কাছ থেকে ৮ হাজার টাকা নেন।
বিষয়টি জানতে পেরে পুলিশ ও হাসাপাতাল প্রতিপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে টাকা সহ আটক করে।
নিহতের ভাতিজা আপেল মাহমুদ বলেন দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে মেহেদী হাসান আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে তিনি ৮ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে আসছিলেন।
আজও তিনি একই কৌশলে টাকা নেওয়ার সময় গ্রেফতার হন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন