প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধায় সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের হোটেল আর রহমানে এ সেমিনারের আয়োজন করে মেসার্স ইসমাইল ট্রেডার্স, ত্রিমোহনী, গাইবান্ধা। অনুষ্ঠানে সৌজন্য প্রদান করে আরমান ফিডস্ এন্ড ফিশারিজ লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিরাজ ফিডের সিও কৃষিবিদ হাবিবুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন ই.জি.এম ডা. শাহাবুদ্দিন, ডি.জি.এম দেবর্ষী মুখার্জি, সিনিয়র এ.জি.এম ও টেকনিক্যাল হেড ডা. মো. সালাউদ্দিন শাকিল এবং ইসমাইল ট্রেডার্সের স্বত্বাধিকারী এস. আলমসহ অন্যান্যরা।

সেমিনারে খামার ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, আধুনিক প্রযুক্তি এবং গুণগতমান সম্পন্ন ফিড ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিক ব্যবস্থাপনা ও উন্নতমানের খাদ্য ব্যবহারের মাধ্যমে খামারীরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশের প্রাণিসম্পদ খাতও সমৃদ্ধ হবে।

এসময় স্থানীয় খামারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সেমিনারে বিপুল সংখ্যক খামারীর উপস্থিতি ছিল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন