প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার এক

কিশোরগঞ্জ প্রতিনিধি: ফেন্সিডিলসহ যুবক আটক নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ নাজির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনি। রবিবার (২৪ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে তাকে আটক করা হয়। নাজির হোসেন সদর ইউনিয়নের ইসমাইল যদুমনি এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। জানা গেছে, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মুরসালুল জুমার। অভিযানকালে পুলিশও সেনাবাহিনীকে সহযোগিতা করেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি অভিযান চালিয়ে তাকে এক বোতল ফেন্সিডিলসহ আটক করেন। এতে তারসঙ্গে থাকা দুটি মোবাইল, একটি মোটরসাইকেল ও চারটি সিম উদ্ধার করা হয়। এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নাজির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন