প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভারতীয় সহকারী হাইকমিশনারের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দরে আগমন

মোঃ শামীম মিয়া,দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: ধানুয়া-কামালপুর স্থলবন্দরে ভারতীয় সহকারী হাইকমিশনারের জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া-কামালপুর স্থলবন্দরে আগমন ও প্রস্থান প্রসঙ্গে অদ্য ১.৩৫ ঘটিকায় ভারতীয় সহকারী হাইকমিশনার (সিলেট অঞ্চল) জনাব চন্দ্র শেখর  জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া-কামালপুর স্থলবন্দরে আগমন করেন। উক্ত ভারতীয় কর্মকর্তা অদ্য ময়মনসিংহের কড়ইতলী স্থলবন্দর এবং শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া-কামালপুর স্থলবন্দরে আগমন করেন এবং আলোচনার এক পর্যায়ে স্থলবন্দরে কি ধরনের মালামাল আনা নেওয়া হয় বিস্তারিত আলোচনা হয় । ফরেস্ট বোল্ডার স্টোন পাথর আমদানি রপ্তানি ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা হয়। উক্ত স্থল বন্দরে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ সার্কেল জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাকের আহাম্মেদ, সফর সঙ্গী জীবন লাল দে, ধানুয়া কামালপুর স্থল বন্দরের সভাপতি জনাব মোঃ রিপন আহমেদ উপস্থিত ছিলেন। অবশেষে বন্দরে অভ্যন্তরে কাঠ বাদাম গাছ রোপন করে, ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা সময় দুপুর ২.৪০ ঘটিকা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন