প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

এম আব্দুর রহিম স্যারের বিদায়ী সংবধনা অনুষ্ঠিত

এম আব্দুর রহিম স্যারের বিদায়ী সংবধনা অনুষ্ঠিত । বিদায়ের সময় হলে মানাবকে আটকানো নাহি যায়, মানবের গন্তব্য ঠিকই তাকে পৌঁছাতে হয়। ১৬ ই অক্টোবর সকাল ১১ টার সময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের লে.মতিউর রহমান হল রুমে বিদায়ী অধ্যক্ষের সংবধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা সহ কলেজের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকতা,কর্মচারী এবং শিক্ষার্থী বৃন্দা। এ সময় এম আব্দুর রহিম স্যার শিক্ষাথীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। স্যার অত্র কলেজে যোগদানের পর থেকে কলেজের শিক্ষার মান সহ রবার্ট স্কাউট, বি এন সি সি, লাইব্রেরী,বিশেষ দিনে প্রতিযোগীতার আয়োজন সহ নানা দিকে কলেজের উন্নয়ন সাধন করেছেন। যে কাজ গুলো পূর্বের কোন অধ্যক্ষের নিকট থেকে কলেজ পাইনি। উপজেলা পার করে জেলা পর্যায়েও কলেজ বিভিন্ন জাতীয় প্রতিযোগীতায় অংশ নিয়ে সুনাম বহে আনছে। সদ্য অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছে। স্যার ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড, যশোর এর সচিব পদে পদন্নোতি পেয়েছে। যার জন্য কলেজ পরিবার আনন্দিত এবং গর্বীত। একই ভাবে দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় স্যারের মতো একজন অভিভাবককে হারাতে হবে কখনো ভাবিনি। সর্বপরি কলেজ পরিবার স্যারের মঙ্গল কামনা করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন