প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

“পরিচ্ছন্ন বাংলাদেশ” গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আত্মপ্রকাশের প্রস্তুতি উপলক্ষে প্যানেল মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম টি আই আহাদ মাহমুদঃ নিজস্ব প্রতিনিধি: “পরিচ্ছন্ন বাংলাদেশ”একটি অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের কার্যক্রম: – বৃক্ষরোপণ কর্মসূচি, পাখির বাসা নির্মাণ ও নিজের এলাকা, পাড়া মহল্লাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সকলের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার তাৎপর্য পৌঁছে দেওয়া। গত ০৪ আগস্ট “পরিচ্ছন্ন বাংলাদেশ” কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ হয় অতঃপর বিভিন্ন জেলা উপজেলা কমিটি দেওয়া হয় তারই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার কমিটি দেওয়া হয়েছে।তবে “পরিচ্ছন্ন বাংলাদেশ”গাইবান্ধা জেলা শাখা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এখনো হয়নি। এ উপলক্ষে “পরিচ্ছন্ন বাংলাদেশ” গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আত্মপ্রকাশের পূর্বে গাইবান্ধা জেলা শাখার প্যানেল মিটিং অনুষ্ঠিত হয়। আজ ২৪ আগস্ট (রবিবার) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হাসপাতাল মোড় “পরিচ্ছন্ন বাংলাদেশ” গাইবান্ধা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কেন্দ্র নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানুল হাবিব মন্ডল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, মোছাঃ ফেরদৌসী আক্তার সাথী, গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য, এম টি আই আহাদ মাহমুদ, গাইবান্ধা জেলা শাখার দপ্তর সম্পাদক, মোঃ মিসকাত হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক, মোছাঃ রিমি আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোছাঃ জেরিন আক্তার, নির্বাহী সদস্য মোঃ নাবিল প্রমুখ। এ প্যানেল মিটিং ও আলোচনা সভায় পরিচ্ছন্ন বাংলাদেশ গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আত্মপ্রকাশ উপলক্ষে দিক নির্দেশনামূলক মত বিনিময় করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন