প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

কবর থেকে লাশ চুরি, এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ

 মোঃ মেহেদী হাসান,সাঘাটা: গাইবান্ধায় সাঘাটার কচুয়ার সর্দার পাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কংকাল চুরির ঘটনা ঘটেছে ।কচুয়া এলাকার বিভিন্ন স্থানে কবরস্থান থেকে লাশ ও কঙ্কাল চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি গাইবান্ধা ও সাঘাটায় একাধিক কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনাগুলো কবরস্থানের নিরাপত্তা এবং সামাজিক অবক্ষয় নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে রাতের আঁধারে তিনটি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।চব্বিশে  আগস্ট, রবিবার সকালে স্বজনরা বিষয়টি জানতে পারলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, গত কয়েকদিনের বৃষ্টির সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এই ঘটনা ঘটিয়েছে।এই ক্রমবর্ধমান ঘটনায় মৃত ব্যক্তির স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তারা তাদের প্রিয়জনদের শেষ স্মৃতিচিহ্নটুকু রক্ষা করতে পারছেন না। এলাকাবাসী কবরস্থানগুলোর নিরাপত্তা জোরদার এবং এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত চক্রগুলোকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন