প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহীতে একসময়কার কুখ্যাত ডিবি হাসান আটক

সোহানুল হক পারভেজ রাজশাহী:

রাজশাহী নগরীর হজের মোড়ে সাধারণ জনতা একসময়কার কুখ্যাত সাবেক পুলিশ সদস্য এসআই হাসানকে (ডিবি হাসান নামে পরিচিত) আটক করে চন্দ্রিমা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। শনিবার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি)।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিচ্যুত হওয়ার পরও হাসান এলাকায় আধিপত্য বিস্তার ও নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এদিন এলাকাবাসী ক্ষোভে তাকে গণধোলাই দেয় এবং পরে পুলিশে হস্তান্তর করে।

উল্লেখ্য, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এ সদস্য একসময় বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্কের নাম ছিলেন। অভিযোগ রয়েছে, তার হাত থেকে রক্ষা পাননি এমনকি নিজ দলের এক কর্মীও—যাকে তিনি কথিত ক্রসফায়ারের নামে হত্যা করেছিলেন।

এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, “যে মানুষ বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে এত প্রাণ কেড়ে নিয়েছিল, আজ সে নিজ এলাকাতেই সাধারণ মানুষের হাতে অপমানিত হয়েছে।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন