প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাসাস এর সাবেক সম্পাদক মিলনের জানাজা সম্পন্ন

সুলতান কবির :

টাঙ্গাইল জেলা জাসাস এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রগতি লাইফ ইন্সুরেন্স এর কাশফুল প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) শাহারুল ইসলাম মিলনের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বাদ যোহর পাড়দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণের জানাজা শেষে তাকে বেবি স্ট্যান্ড কেন্দ্রীয়  কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ভোর ৬টার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন মিলন (৪৮)। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তিনি বাবা-মা, ভাই বোন,স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিলনের জানাজা নামাজের জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল,শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিমসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সুলতান কবির

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

০১৭৪২১২১৮১৯

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন