প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোংলায় বাল্কহেড থেকে পড়ে নাবিক নিখোঁজ 

মোঃ আকাশ উজ্জামান শেখ

মোংলা( বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট জেলার মোংলা বন্দরের  পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে রমজান হোসেন রাব্বি (২০) নামে এক নাবিক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে  দুর্ঘটনাটি  ঘটে । নিখোঁজ রাব্বি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জলিল শিকদারের ছেলে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামানের বলেন বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে অবস্থানরত বাল্কহেড এমভি শোভা-এর লস্কর রাব্বি অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে সংশ্লিষ্ট সকল বাহিনী।

 

বাল্কহেডটির মাস্টার মুজ্জাফর মোল্লা বলেন, ভোর ৪টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কিছুক্ষণ পর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। এরপর সে আরও দুই স্টাফের সঙ্গে বাল্কহেডের পাশে বসে চা পান করছিলো। এ সময় হঠাৎ নদীতে পড়ে যায়। আমরা প্রথমে নিজেরা খোঁজাখুঁজি করি, পরে ৯৯৯-এ কল করলে উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে আসে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন