প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটে ‘প্রিয়াংকা ডিজাইন ঘর’-এর উদ্বোধন

চয়ন কুমার রায় ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে আধুনিক ডিজাইন ও প্রিন্টিং সেবাদানকারী নতুন প্রতিষ্ঠান ‘প্রিয়াংকা ডিজাইন ঘর’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের জেল রোডস্থ সোনা মৈত্রী হকার্স মার্কেটে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দৈনিক আজকের দর্পণ পত্রিকার লালমনিরহাট জেলা সংবাদদাতা ও সিনিয়র সাংবাদিক এস. আর. শরিফুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা সংবাদদাতা বিপুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি নিয়ন দুলাল এবং আরটিভির সংবাদদাতা মিজানুর রহমান মিজান। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক গণজাগরণ প্রতিকার প্রতিনিধি কল্লোল আহমেদ, আমার সংবাদ পত্রিকার সংবাদদাতা সাদেকুল ইসলাম, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আরিফ রিপন, আজকের সংবাদ প্রতিনিধি সাধন রায়, লাখো কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ বুলেটিন জেলা সংবাদদাতা রকিবুল ইসলাম রুবেল এবং দেশ বুলেটিন অনলাইন প্রতিনিধি সৌরভ। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর শ্রী শ্যামল চন্দ্র রায় জানান, গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করবেন তারা। উদ্যোক্তা চয়ন কুমার রায় বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানসম্মত ডিজাইন ও কাঠের পণ্য সামগ্রী তৈরি করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, এখানে টু-ডি ও থ্রি-ডি মানসম্মত ডিজাইন তৈরির কাজ হবে, যা স্থানীয়ভাবে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। উদ্বোধন উপলক্ষে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ী মহল আশা করছে, এ উদ্যোগ লালমনিরহাটে কাঠের কাটপণ্য শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন