প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় কৃষক-কৃষাণীকে কুপিয়ে জখম

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে শহীদুল নামে এক কৃষক ও তার-স্ত্রী খুশি বেগমকে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলা ধোপাদহ ইউনিয়নের তেতুলিয়া দত্তপাড়া গ্রামে। শহিদুল ওই গ্রামের মৃত তফিস সরকারের ছেলে। এ ঘটনায় কোন লোকজন না থাকায় গেল দুই দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার তিনি নিজেই বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে জানা গেছে, পূর্ব শত্রতার জের ধরে গেল ১৯ আগস্ট মঙ্গলবার দুপুর ৩টার দিকে হাপানিয়া গ্রামের শহিদুলের বাড়ির পাশে স্থানীয় প্রভাবশালীদের পুকুরের পাশে মাচালে শহিদুলের  বাচ্চা ছেলে যাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের ছগির ফকিরের ছেলে মন্টু ফকির, আলম ফকির , চেন্টু ফকির ও জুয়েল অতর্কিতভাবে হাসুয়া লাঠি নিয়ে হামলা চালিয়ে  বেদম মারপিট ও কুপিয়ে জখম করে। এতে শহিদুল ও তার স্ত্রী গুরুতর জখম হয়। তাদের দুজনেরই মাথায় ১২ থেকে ১৫টি সেলাই দেয়া হয়। বর্তমানে তারা দুজনই সাঁথিয়া হাসপাতালের বিছানায় কাঁতরাচ্ছে। এ দিকে বিবাদীরা তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করে শহিদুল বলেন, আমার ৪টা মেয়ে সবাই যুবতি। তারা খুব খারাপ প্রকৃতির লোক। আমরা প্রাণনাশের শংকায় রয়েছি। এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন