প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেওয়ানগঞ্জে গণ শুনানি অনুষ্ঠিত

 মোঃ শামীম মিয়া দেওয়ানগঞ্জ জামালপুর : ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এক যুব উন্নয়ন বিষয়ক সেবাদানকারী ভূমিকা শীর্ষক গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তন হলে। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান, সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইএসডিও কর্মকর্তা প্রজেক্ট অফিসার শাহানা পারভীন, ফিল্ড ফ্যাসিলিয়েটর ফেন্সি আক্তার ও মৌসুমী রানী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের প্রভাষক হানিফ। অনুষ্ঠানে যুবদের কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সহায়তা সহ বিভিন্ন কর্মসংস্থান মূলক বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন