
এম টি আই আহাদ মাহমুদঃ স্টাফ রিপোর্টার
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভিত্তিক সাধারণ সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট (বুধবার) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে এ সুধী সমাবেশ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাবেক আমির ও ৩২ গাইবান্ধা গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুর রহিম সরকার,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ নূরনবী প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহঃ সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম রাজু, সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এই সুধী সমাবেশ ও সাধারণ সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও মত বিনিময় হয়।