প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ জিলা স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জিলা স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জিলা স্কুলের সহকারী শিক্ষক ছাইদুল ইসলাম, অমিত কুমার, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, জিল্লুর রহমান, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাতিজা খাতুন, মিজানুর রহমান, সোহেল রানা, আজমুল হুদা, শারমিন ইসলাম, সাদেকুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাবিয়া নওরিন, সালমা খাতুনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদফতরকে স্বতন্ত্র করতে হবে। চার স্তর বিশিষ্ট একাডেমিক পদসোপান তৈরি করে শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।পদোন্নতি দ্রুত কার্যকর করতে হবে। মেয়াদোত্তীর্ণ প্রকল্প বাতিল ও শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দিতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত বৈষম্য দূর করে শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করা হলে শিক্ষকদের মধ্যে কাজের আগ্রহ বাড়বে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে।

এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নিলে, তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুমিয়ারি দেন।
নওগাঁ #

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন