প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঢাকা জেলায় ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা:

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে এক ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর দিকনির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম ফোর্সসহ বুধবার (২০ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি হলেন – মোঃ রাব্বি (৩০), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, মাতা-রুমা আক্তার, সাং-বাইপাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
আসামির পূর্ববর্তী অপরাধের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য –
গুলশান থানা, ডিএমপি – এফআইআর নং-৬/৬, তারিখ: ০৪ জানুয়ারি ২০১৯; ধারা- ৩৯৯/৪০২/১৭০ দণ্ডবিধি ১৮৬০।
আশুলিয়া থানা, ঢাকা – এফআইআর নং-৭৭, তারিখ: ২৭ নভেম্বর; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।
সাভার থানা, ঢাকা – এফআইআর নং-২৫, তারিখ: ১৩ নভেম্বর ২০২৩; ধারা- ৩৯৯/৪০২ দণ্ডবিধি ১৮৬০।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন