প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে টনসিল অপারেশনে কিশোরের মৃত্যু: চিকিৎসক-হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা

ঢাকার সাভারে টনসিল অপারেশনের সময় চিকিৎসায় অবহেলায় কিশোর রাতুলের (১৩) মৃত্যুর ঘটনায় নিহতের বাবা জাহিদুর রহমান বাদী হয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।
বুধবার (২০ আগস্ট) বিকেলে সাভার মডেল থানায় এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা।
এর আগে গত ১৮ আগস্ট সাভারের স্পেশালাইজড হাসপাতালে রাতুলের টনসিল অপারেশন করা হলে চিকিৎসা অবহেলার কারণে তার মৃত্যু হয়। নিহত রাতুল মানিকগঞ্জ সদর উপজেলার কসবা এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে আসামি করা হয়েছে—
ডাক্তার আসিফ আল মেহেদী ওরফে অনিক (৪৫), ইএনটি বিশেষজ্ঞ
ডাক্তার শাজাহান (৪৫), এনেস্থিসিয়া বিশেষজ্ঞ
সাভার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক শামীম আহম্মেদ (৫২)
হাসপাতাল পরিচালক মো. বাবুল (৬৫)
পরিচালক আসাদ (৪৫)
এছাড়া অজ্ঞাতনামা ডাক্তার ও নার্সদেরও আসামি করা হয়েছে।
নিহতের বাবা অভিযোগ করেন, পরীক্ষার রিপোর্ট না দেখেই রাতুলকে অপারেশনে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর কেবিনে স্থানান্তর করা হলেও সেখানে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। স্টাফদের ডাকার পরও কেউ সাড়া দেয়নি। পরে রাতুলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও দাবি করেন, রাতুলের ইসিজি রিপোর্টে ‘Incomplete Right Bundle Branch Block’ ধরা পড়েছিল, যা থাকলে রোগীকে অপারেশন করা উচিত ছিল না। কার্ডিওলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন ছিল। এছাড়া হাসপাতালে আইসিইউ না থাকায় সরাসরি কেবিনে স্থানান্তর করাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
ওসি জুয়েল মিঞা বলেন, “চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন