প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (VBD) নাগরিক উদ্যোগ ও ভলেন্টিয়ারিং-এক নতুন দৃষ্টিভঙ্গি

মোঃ নাজমুস সাকিব রাসেল,পাটগ্রাম প্রতিনিধি:  পাটগ্রাম উপজেলা সদর, লালমনিরহাটের কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি অসাধারণ সেশনে আলোচনা করা হয়েছে নাগরিক উদ্যোগ ও ভলেন্টিয়ারিং এর গুরুত্ব নিয়ে।

এই সেশনে, কিভাবে নাগরিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায় এবং কীভাবে ভলেন্টিয়ার তৈরি করে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা ভলেন্টিয়ারদের প্রতি দায়িত্বশীলতা ও তাদের কার্যকরী ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

✨ কিভাবে ভলেন্টিয়ার তৈরি করা যায়?
✅ নাগরিক উদ্যোগের প্রতি আগ্রহ সৃষ্টি
✅ সচেতনতা বৃদ্ধি এবং তাদের সক্ষমতা তুলে ধরা
✅ ভলেন্টিয়ারদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ প্রদান

💡 ভলেন্টিয়ারদের কাজের প্রতি আগ্রহ বাড়ানোর কৌশল:
✔️ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ
✔️ উদ্যোগে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া
✔️ সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা

এ ধরনের সেশন আমাদের মধ্যে নতুন উদ্যম এবং দায়িত্বশীলতা তৈরি করে, যাতে আমরা সবাই মিলেমিশে সমাজে বাস্তব পরিবর্তন আনতে পারি।

সবাইকে ধন্যবাদ জানাই তাদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণের জন্য

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন