প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চৌদ্দগ্রাম লাইসেন্স বিহীন আইসক্রিম ফ্যাক্টরি ও পেট্রোল পাম্প এ মোবাইল কোর্টে অর্থদণ্ড

মো: লুৎফুর রহমান রাকিব: আজ ১৯/৮/২০২৫ তারিখ লাকসাম রোডে লাইসেন্স বিহীন আইসক্রিম ফ্যাক্টরি “শীতল” এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফুডগ্রেডহীন উপকরণ দিয়ে আইসক্রিম প্রস্তুত করা অবস্থায় পাওয়া যায়। লাইসেন্স বিহীন নিম্নমানের উপকরণ দ্বারা আইসক্রিম প্রস্তুত করায় শীতল আইসক্রিম ফ্যাক্টরিকে বি এস টি আই আইন৷ ২০১৮ এর ২৭ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। এছাড়াও, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে তে অবস্থিত চৌধুরী ফিলিং স্টেশন এ প্রতি ১০ লিটারে ৮০ মিলি পেট্রোল কম সরবরাহ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বি এস টি আই টিম, স্যানিটারি ইন্সপেক্টর ও চৌদ্দগ্রাম থানার একটি টিম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন