প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য আয়োজন

মাটি মামুন রংপুর:  বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা,অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও জনসেবায় স্বেচ্ছাসেবক দলের অবদান অনন্য। তারা জনগণের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থেকেছে এবং আগামী দিনগুলোতেও একইভাবে ভূমিকা রাখবে। দিনব্যাপী আয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন