প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হোটেল মালিকের ছেলে কে গুলির ঘটনায় জড়িত গোলাপ আদালতে আত্মসমর্পন মাটির নিচ হতে পিস্তুল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার::

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুই রাউন্ড তাজা গুলি এবং দুই রাউন্ড খোসা গুলি রয়েছে।

‎১৯ আগস্ট মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেট সংলগ্ন একটি ঘরের পিছনে মাটির নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, হোটেল মালিকের ছেলেসহ দুইজন কে গুলি করার ঘটনায় গোলাপ প্রামাণিক নামে এক যুবকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা হয়। ১৯ আগস্ট মঙ্গলবার তিনি গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন । এ সময় আদালতে থাকা অবস্থায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় আসামির সঙ্গে কথা বলেন, কথা বলার সময় ‎আসামি গোলাপের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে এসআই আব্দুস সবুর মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

এবিষয়টি নিশ্চিত করে ‎সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার গণমাধ্যমে জানান, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন