প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ সুলতান কবির : টাঙ্গাইলের কালিহাতীর যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-৩

সুলতান কবির :

টাঙ্গাইলের কালিহাতীর যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-৩।

সোমবার রাত আড়াইটার দিকে (১৯ আগস্ট) একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১৪ সিপিসি-৩ এর অধিনায়ক মেজর কাওসার বাঁধন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল, বাবু ও মোজাহিদ।

কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হবিগঞ্জ থেকে তুলাবোঝাই ট্রাকে কালিহাতি উপজেলার যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন