প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় র‍্যাবের অভিযানে ১৯৩ কেজি গাঁজা ২১ বোতল ফেনসিডিল ও অস্ত্রসহ একজন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. আলম ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ) ভোর ৪টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আলম ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল ও ৪টি ধারালো হাসুয়া উদ্ধার করে। আলম ইসলাম ওই গ্রামের মো. আলাউদ্দিন ও জোসনা বেগমের ছেলে।
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা

প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব জানায়, মাদক ও অপরাধ দমনে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁ #

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন