প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

তানোর টানা বৃষ্টিতে চাঁপড়া কৃষি ডিপ্লোমা কলেজে জলাবদ্ধতা, নৌকায় করে আসা-যাওয়া,চরম ভোগান্তি

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :

রাজশাহীর তানোর উপজেলার একমাত্র কৃষি শিক্ষা প্রতিষ্ঠান চাপড়া কৃষি ডিপ্লোমা কলেজ টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে। কলেজে প্রবেশ করতে হলে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীদের নৌকায় করে আসা-যাওয়া করতে হচ্ছে। এতে কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।

সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার তানোর-চাপরা ব্রিজ সড়কের পূর্ব পাশে অবস্থিত এ কলেজটি বর্তমানে চারদিকে পানিবেষ্টিত। দক্ষিণ পাশে মহিলা ডিগ্রি কলেজ, সামনে মূল সড়ক, আর উত্তর ও পূর্ব দিকে রয়েছে বিল কুমারী। ওই বিলে পানি জমে কলেজ মাঠ ভরে গেছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীকে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের ধারাবাহিক বৃষ্টিতে মাঠে হাঁটার কোনো উপায় নেই। এক শিক্ষার্থী বলেন, “ক্লাসের ফাঁকে মাঠে খেলাধুলা করতাম। কিন্তু এখন মাঠ পানিতে ডুবে আছে। ফলে ক্লাসে আসতেও অনেকে অনীহা প্রকাশ করছে।”

উপাধ্যক্ষ অহেদুজ্জামান বাবু বলেন, “দুই মাসেরও বেশি সময় ধরে ভারি ও মাঝারি বৃষ্টির কারণে মাঠে প্রচুর পানি জমেছে। নতুন ভবনের চারপাশেই পানি। দীর্ঘদিন পানি থাকলে ভবনও ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে।”

এলাকাবাসী জানান, এ দুর্ভোগ তারা চোখের সামনে দেখলেও কোনো সমাধান হচ্ছে না। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন