প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নিখোঁজ সংবাদ

মোঃমুরাদুজ্জামান সরকার (বয়স: ৭৮ বছর)
পিতা: মৃত রিয়াজ উদ্দিন সরকার
গ্রাম: যোগিপাড়া, ইউনিয়ন: সাঘাটা সদর
উপজেলা: সাঘাটা, জেলা: গাইবান্ধা।

তিনি সাঘাটা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাংবাদিক মোঃ আসাদুল ইসলামের পিতা।

গত ১৬ আগস্ট ২০২৫ ইং (শনিবার) বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় তিনি ইটাকুরি বাজার থেকে ঈদগাঁ মাঠ হয়ে নদী পার হয়ে নিজের চরের জমি দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

কিন্তু সেইদিন সন্ধ্যার পরও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আজ ১৯ আগস্ট ২০২৫ ইং (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

📢 যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর খোঁজ পান বা দেখেন, অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে—

📞 যোগাযোগ:
সাংবাদিক মোঃ আসাদুল ইসলাম (বড় ছেলে)
➡️ 01730720306
➡️ 01787657964

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন