
মো: মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন তরফপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী। অভিযুক্ত লতিফ খান (৩৯) এলাকাবাসী ঘটনাটি টের পাওয়ার পূর্বেই সেখান থেকে পালিয়ে যায়।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন নয়াপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকান্ডটি ঘটে।
নিহত রোজী বেগম(৩২) তরফপুর ইউনিয়নের মুচির চালা গ্রামের হাসমত আলীর মেয়ে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও এলাকাবাসীদের দেয়া বক্তব্যে জানা যায়, বেশ কিছুদিন যাবত স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য চলছিলো। এর জেরে রোজী বেগম খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ৩ দিন আগে স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ি চলে যায়। রবিবার বিষয়টি ঘরোয়া ভাবে মিমাংসা হওয়ার পর রোজি বেগম আবার স্বামীর বাড়িতে ফিরে আসে। কে জানতো এবারের এই আসাই তার শেষ আসা হবে। সোমবার দুপুরে স্বামীর বাড়িতে স্বামীর হাতেই নির্মমভাবে খুন হতে হলো রোজি বেগমকে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি আমার টিম সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা গ্রহণ করত আইনি প্রক্রিয়া সম্পাদন করা হবে। তিনি আরো জানান, ঘাতক স্বামী রাত ২ টার সময় মির্জাপুর থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছে। আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে।