প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ

মোঃ উজ্জল সরকার ,গাইবান্ধা জেলা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শুভ উদ্বোধন, র‌্যালী, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল সামাদ মন্ডল, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, সাংবাদিক ফজলুল হক দুদু, মাসুদার রহমান মাসুদ, উপজেলা যুবদল সদস্য সচিব মৎস্য চাষী রাজু আহম্মেদ ও মৎস্য চাষী রবিউল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়। শেষে সফল ৩ জন মৎস্য চাষীকে পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেয় অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন