প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাটোরে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুইজন আটক

মো: রাজিবুল ইসলাম বাবু,

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার জামনগর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাজারের মুরগি ব্যবসায়ী শাকিলের (২৬) কাছে গিয়ে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তারা ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ দাবি করেন। শাকিল টাকা দিতে অস্বীকৃতি জানালে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় দু’জনকে আটক করলেও অপর একজন দ্রুত সটকে পড়ে।

আটককৃতরা হলেন উপজেলার তালতলা গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে মিজানুর রহমান (৪৫) ও নাটোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে হাবিবুর রহমান হাবিব (২৯)। এসময় পালিয়ে যাওয়া আবু রায়হান রনি (৩৪) নাটোর সদর থানার চন্দনপুর গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা আটক দুজনকে জামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেঁধে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, অভিযুক্তদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, সাংবাদিক লেখা দুইটি আইডি কার্ড, ‘মানবাধিকার প্রতিদিন’ নামের আরেকটি প্রেস কার্ড এবং একটি মোটরসাইকেল (রাজ-মেট্রো হ-১৪-১১৭১) জব্দ করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হচ্ছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন