প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

লাকসামে স্কুলের ছাদ ভেঙে আহত ছাত্রী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপের আহ্বান

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ক্লাস চলাকালে ঘটে যায় এক উদ্বেগজনক ঘটনা। পাঠদানের সময় হঠাৎ করে শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ভেঙে পড়ে অষ্টম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তারের মাথার ওপর। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ভবনটির ছাদ ও দেওয়াল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন, এমন দুর্ঘটনা ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।

এ অবস্থায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে লাকসামের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তারা অনতিবিলম্বে ভবনটির নিরাপত্তা পরীক্ষা ও মেরামতের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিভাবকদের অনুরোধ, আগামী রোববার থেকে এই ভবনে কোনো শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে পাঠদানের জন্য বসানো না হয়, যতক্ষণ না পর্যন্ত ভবনটি মেরামত ও নিরাপদ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের জীবন নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন