প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মনোহরগঞ্জে নিখোঁজের পর পুকুরে মিলল জামালের লাশ – দোষীদের গ্রেফতার ও রহস্য উদঘাটনের দাবি

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্দ গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। গতরাতে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর আজ সকালে স্থানীয় একটি পুকুরে ভেসে ওঠে জামাল (৩৫) নামের এক যুবকের লাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল গতরাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবার ও প্রতিবেশীরা গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরদিন সকালে গ্রামবাসী পুকুরে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, এই মৃত্যুর পেছনে একটি চক্র জড়িত এবং এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী ও পরিবারবর্গ প্রশাসনের কাছে অনুরোধ করেছেন— ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক, যাতে আর কোনো নিরীহ মানুষ এ ধরনের করুণ পরিণতির শিকার না হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন