প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মানবিক সাহায্যের আবেদন

একটি মানবিক সাহায্যের আবেদন ।কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১০নং বাতিসা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড বসন্তপুর পূর্বপাড়া নিবাসী জনাব আব্দুল আহাদ ওরফে চৌধুরী নামে পরিচিত এত সুন্দর সুস্থ সবল মনের মানুষ টি আজ হারতে বসেছে তিনি দীর্ঘদিন বাতিসা গোবিন্দ মানিক্য দীঘির পচ্চিমপাশে হোটেল ব্যবসা করেছিলেন। হঠাৎ একটি বিরল রোগে আক্রান্ত হয় তার বাম পায় দীর্ঘদিন যাবত ঘরে বিছানা শয্যায় হয়ে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ মানের ডাক্তারদের ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু কোন উন্নতি হচ্ছে না এই অসুস্থ অবস্থায় তিনি দীর্ঘদিন যাবত সিএনজি চালাইতেন যা দিয়ে কোনরকম ওনার বৃদ্ধ আব্বা আম্মা ও স্ত্রী এক মেয়ে দুই ছেলে কোনরকম তাদের অন্য এবং আহার জোগাতেন দুজন ছেলে তাদের কেও মাদ্রাসা হাফেজি পড়াচ্ছেন এবং একটি মাত্র মেয়েকেও তিনি হাফেজি পড়াচ্ছেন এরই মাঝে গত ৯.১০.২০২৩…ইং সকালে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে ইমারজেন্সিতে প্রত্যেক সপ্তাহে দুইদিন উক্ত আক্রান্ত পা ড্রেসিং করার জন্য রিকশা যোগে যেতে হয় প্রতিদিনের নেয়া যাওয়ার পথে বাতিসা গোবিন্দ মানিক্য দিঘির দক্ষিণ কোণে ট্রাকে ধাক্কা দিলে ডান পা টিউ গরু তোর আহত হয় এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষত সৃষ্টি হয় এমতাবস্থায় সমাজের দানশীল এবং বিত্রবান্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করিতেছে যে অসহায় ব্যক্তিটির পাশে যে যার মত পারেন এগিয়ে আসুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন টাকার অভাবে বর্তমানে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারতেছেন না।।01880390530

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন