প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় খাল থেকে ৪টি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক

মোঃ মিনারুল ইসলাম বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়ার ঝোপগাড়ি মার্কাস মসজিদের পিছনের একটি খাল থেকে চারটি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এলাকাবাসী খালে কিছু অস্বাভাবিক বস্তু দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে বগুড়া সদর থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে চারটি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত বস্তুগুলো দেখতে হাতবোমার মতো। তবে এগুলো আসলেই কার্যকর কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দুর্বৃত্তরা দীর্ঘদিন আগে এগুলো খালে ফেলে রেখে গেছে। কতদিন ধরে সেগুলো সেখানে রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের অংশ হতে পারে। তবে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে টহল জোরদার করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বলেন, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারা কী উদ্দেশ্যে এগুলো এখানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন