প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলায় আজ সকাল ১০টায় তানোর গোদাগাড়ী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। তিনি তানোর থানার মোড় থেকে শুরু করে তালন্দ, হরিপুর, হাতিশাল, দুর্গাপুর, মাদারীপুর, মালার মোড়, চৌবাড়ীয়া, কামারগাঁ এবং বাতাসপুর পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জনসমাগমে অংশ নেন। ব্যারিস্টার মিলন সাংবাদিকদের বলেন, তিনি মরহুম ব্যারিস্টার আমিনুল হকের ভাগ্নে তিনি যদি দলীয় মনোনয়ন পান, তানোর গোদাগাড়ীকে ডিজিটাল উপজেলায় পরিণত করবেন। তিনি অঙ্গীকার করেন, তার মামার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন এবং জনগণের পাশে থাকবেন। তিনি জনগণের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং অসহায়দের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মিলন আরও বলেন, তিনি জনগণের সেবক হতে চান এবং অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ। একজন ভালো মানুষ ও আইনজীবী হিসেবে তিনি জনগণের পাশে থাকবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন