
ফয়সাল: যে ব্যক্তির ভিতরে মানবতা আছে সে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি । কোনও ক্ষুধার্তকে খাওয়ালে যে সুখ পাওয়া যায়, তার চেয়ে বড়ো সুখ আর অন্য কোনো কাজে পাওয়া যায় না। কিন্তু আজকের বিশ্বে মানবতা শুধু নামেই। বর্তমান বিশ্বে মানুষ দিন দিন বাড়ছে, কিন্তু মানবতা এবং মনুষ্যত্ব কমছে।সমগ্র বিশ্ব বিভিন্ন ধরণের ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মের ভিত্তিতে বিভক্ত। কিন্তু সবার মধ্যে একটি সাধারণ বিষয় হল- আমরা সকলেই মানুষ, যারা ধর্ম দ্বারা বিভক্ত কিন্তু মানবতা দ্বারা একত্রিত। মনুষ্যত্বই মানুষ হওয়ার মৌলিক বৈশিষ্ট্য।
যেদিন পৃথিবী থেকে মানবতা এবং মনুষ্যত্ব হারিয়ে যাবে, সেদিন থেকে পৃথিবীর ধ্বংসের সূচনা হবে।সমাজে সেই ব্যক্তির মর্যাদা সর্বদা উচ্চ, যে সর্বদা মানবতার উন্নতির জন্য কাজ করে।যে ব্যক্তির মধ্যে মানবতা বেঁচে নেই সে একজন মৃত ব্যক্তির মতো।
মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয়, বরং সে অন্যের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে। সমাজে দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা।মানবতার প্রতি ভালোবাসা ও সহানুভূতি একটি মহান মূল্যবোধ, যা সমাজকে বদলে দিতে পারে।সত্যিকারভাবে জীবন তখনই অর্থপূর্ণ হয়ে ওঠে, যখন আমরা অন্যদের জন্য কিছু করি। সত্যিকার সুখের পথে হাঁটতে হলে, প্রথমে অন্যদের সুখের কথা ভাবতে হবে। মানবতার সেবা করা হল আমাদের প্রকৃত উদ্দেশ্য, কারণ এর মাধ্যমে আমরা আমাদের আত্মার প্রশান্তি খুঁজে পাই। মানুষের আসল সৌন্দর্য তার হৃদয়ে! অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে।মানব সেবা হল প্রকৃত মানবতার পরিচয়। আসুন আমরা সবাই মানব সেবাতে এগিয়ে আসি যার যার জায়গা থেকে।