প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক মোঃ উজ্জল, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পবলাশবাড়ীতে সমাজ কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট শুক্রবার বিকালে সংস্থাটির অস্থায়ী কার্যালয় বৈরি হরিনমারীতে গোলজার সরকার রাজীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী সমাজকল্যান সংস্থার উপদেষ্টা এ্যাডঃ হালিম সরকার জেপি, জজ কোর্ট গাইবান্ধা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এখন বর্ষাকাল,বাসা বাড়ির আনাচে কানাচে পলিথিনে,ডাবের খোসায় পানি জমে থাকে। যার কারণে ডেঙ্গুবাহি মশা বেশি জন্মায়। আমরা আমাদের বাড়ীর আসে পাশে সব সময় পরিস্কার পরিছন্ন রাখবো। ডেঙ্গুর প্রকোপ থেকে নিরাপদ থাকবো।সাজের মানুষকে সচেতন করবো। শেষে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা শাহাজান মিয়া,সজিব মিয়া, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মোঃ সুরুজ হক লিটন, সাংবাদিক মিলন মন্ডল,রবিউল ইসলাম,ওমর ফারুক, সংস্থার সদস্য রুবেল,জিসান, রাজু, রিপন,রুবেল সহ সংস্থার অন্যন্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থা বি়ভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মানুষের মনে জায়গায় করে নিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন