প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বাঘায় ডেঙ্গু‌তে কলেজ শিক্ষক ও ট্রাকচাপায় সিএনজি চালকের মৃত‌্য

বাঘায় ডেঙ্গু‌তে কলেজ শিক্ষক ও ট্রাকচাপায় সিএনজি চালকের মৃত‌্য । রাজশাহীর বাঘায় ডেঙ্গু‌তে হাসনা বানু(৪৭) না‌মের এক কলেজ শিক্ষিকার মৃত‌্যূ হ‌য়ে‌ছে।সোমবার (১৬ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যূ হয়। সে উপ‌জেলার তুলশিপুর গ্রামের ও মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার পরিদর্শক আবদুল মান্নানের স্ত্রী। নিহত ক‌লেজ শি‌ক্ষিকার স্বা‌মি আবদুল মান্নান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসআই পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তা‌কে ( হাসনা বানু‌কে) ভর্তি করা হয়। পর দিন সোমবার সকা‌লে চি‌ৎিসা‌ধিন অবস্থায় তার মৃত‌্যূ হয়। হাসনা বানু একই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন ব‌লেও জানান তি‌নি। অপর‌দি‌কে একই দিন ভোর চারটায় ট্রাক চাপায় থ্রি হুইলার (সিএনজি) চালক তুহিন আহম্মেদ মনা (২৭) না‌মের এক যুবক মারা গে‌ছে। সোমবার ভোর (১৫ অক্টোম্বর দিবাগত রাত) চারটার দিকে বাঘা-লালপুর মহাসড়কের উপ‌জেলার পৌর সদ‌রের অদু‌রে বানিয়াপাড়া জামে মসজিদ সংলূগ্ন এলাকায় ট্রাক চাপায় তার মৃত‌্যূ ঘ‌টে । সে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আহমোদপুর গ্রামের চমক আহম্মেদের ছেলে। ওই গ্রামের সোহেল সরকার না‌মের এক ব‌্যা‌ক্তি জানান, এ‌দিন বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদীতে গ্যাস আনতে যাচ্ছিল তু‌হিন। পথিমধ্যে বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া জামে মসজিদের কাছে স্তুপ করে রাখা মাটিতে থ্রিহুইলার (সিএনজি) ধাক্কা লেগে উল্টে পড়ে যায় তু‌হিন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তা‌কে চাপা দি‌য়ে চ‌লে যায়। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স‌ে নি‌য়ে গে‌লে সেখা‌নে জরুরী বিভা‌গে কর্মরত চিকিৎসক তু‌হিন কে মৃত ঘোষণা করেন। বাঘা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি ) খায়রুল ইসলাম বলেন, নিহতদ‌ের পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় স্ব-স্ব প‌রিবা‌রের নিকট লাশ পারিবারের নিকট হস্তান্তর করা হয়। ত‌বে সিএন‌জি চালক নিহ‌তের ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন