প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বাঘায় ফেনসিডিলসহ আটক ১

বাঘায় ফেনসিডিলসহ আটক ১ । রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (১৬ অক্টোবর) আড়াইটায় রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আব্দুর রউফ অরফে ঝুন্টু (৩৮), সে বাঘা থানার আলাইপুর (গাবতলী পাড়া), গ্রামের মোঃ আকরাম আলীর ছেলে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামী পালিয়েছে। সোমবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টায় র‌্যাব -৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ব্যপারে গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন